ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পানি বিশুদ্ধকরণ ফিল্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৩ মার্চ) সকালে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্দেশ্যে হলটিতে এ উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হলটির প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার সমন্বয়কবৃন্দ ও হলটির আবাসিক শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য হলটির বিভিন্ন স্থান পরিদর্শন করে আবাসিক শিক্ষার্থীদের দাবিসমূহ শুনেন। এবং তিনি তাদের যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
Leave a Reply