মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি:
আজ, ২৮ ফেব্রুয়ারি শুক্রবার, নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত লোক একত্রিত হয়ে “মাদক বিরোধী মিছিল” আয়োজন করে। মিছিলের স্লোগান ছিল “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।” মিছিলের মাধ্যমে বিশিষ্ট মাদক ব্যবসায়ী মনু, মকতো, ভোলা ও সামসুলের বসতবাড়িতে উচ্ছেদ অভিযান চালানো হয়।
গত ২১ ফেব্রুয়ারি, নাগেশ্বরী বাজার ব্রিজ সংলগ্ন আব্দুল লতিফ এর মোবাইল সার্ভিসিং দোকানে হামলা চালানোর পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের মাদক ব্যবসা ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেন। সেই সময়, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এবং থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা সহ প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেন।
ইউএনও সিব্বির আহমেদ মাদক ব্যবসায়ীদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করেন। সেই আলোচনা অনুযায়ী, মাদক ব্যবসায়ী মনু, মকতো ও তাদের পরিবারের সদস্যদের আগামী সাত দিনের মধ্যে তাদের বসতবাড়ি ভেঙে উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়। আরও জানানো হয় যে, তাদের জমি ১৫ দিনের মধ্যে এলাকাবাসীর নামে লিখে দিতে হবে এবং জমির মুল্য পাওয়া টাকা এলাকাবাসী তাদেরকে প্রদান করবে। এ ছাড়া নগদ ৫০ হাজার টাকা দিয়েও চুক্তি করা হয়।
যথাসময়ে বসতবাড়ি উচ্ছেদ না করায়, আজ মাদক বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী কলেজের প্রভাষক মিন্টু, হারিসুল বারী রনি, মাহমুদুল হাসান হাজী সোহেল, রবিউল ইসলাম রানু, জাহাঙ্গীর আলম মতি, জাহিদুল ইসলাম জাদু, খতিবর বেপারী, নাগেশ্বরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ। মিছিলে একত্রিত হয়ে এলাকাবাসী মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন এবং তাদের ক্ষোভ প্রকাশ করেন।
এমন উদ্যোগে এলাকার জনগণের সক্রিয় অংশগ্রহণ, প্রশাসনিক সহায়তা এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে নাগেশ্বরী অঞ্চলের মাদক ব্যবসা নির্মূলের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Leave a Reply