1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুরে জামায়াতের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার রাজারহাটে চরের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা কুড়িগ্রামে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাকিরপশার নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু রাজিবপুরে কৃষকের ৮ বিঘা জমির গম কেটে নেওয়ার অভিযোগ হে বৈশাখ, বিপুল চন্দ্র রায় ইবি সিইরসি’র উদ্যোগে অসহায় শিশুদের ঈদ উপহার বিতরণ রৌমারীতে ১১০ পিস ইয়াবাসহ কারবারি আটক রাজারহাটে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী,উদ্ধারে সেনাবাহিনী   রাজিবপুরে সাংবাদিক ঐক্যের পথ সুগম হচ্ছে

দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যা‌য়ে প্রথম কুড়িগ্রামের সুবর্ণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

ব্রহ্মপুত্র ন‌দের তী‌রে গ‌ড়ে ওঠা এক‌টি বিদ্যাল‌য়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা খাতুন। দরিদ্র প‌রিবা‌রে জন্ম নেওয়া এই শিক্ষার্থী পড়া‌লেখার পাশাপা‌শি ক্রীড়া‌ক্ষে‌ত্রেও চমক দে‌খি‌য়ে‌ছে। ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতি‌যোগিতায় দীর্ঘ লাফ ও ৪০০ মিটার রিলে দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যা‌য়ে প্রথম স্থান অ‌ধিকার ক‌রে‌ছে।

গতকাল বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়া‌রি) এলাকায় মি‌ষ্টি বিতরণ ও আনন্দ শোভাযাত্রা ক‌রে‌ছে সুবর্ণার সহপাঠীরা।

সুবর্ণার বা‌ড়ি কু‌ড়িগ্রা‌মের চিলমারী উপ‌জেলার রা‌ণীগঞ্জ ইউনিয়‌নের ফ‌কি‌রেরহাট বাজার এলাকায়। সে ফ‌কি‌রেরহাট উচ্চ বিদ্যাল‌য়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দরিদ্র প‌রিবা‌রে জন্ম নেওয়া সুবর্ণা আক্তারের বাবা বাচ্চা মিয়া একজন ভ‌্যানচালক ও মা রুপা‌লি বেগম গৃ‌হিণী। তিন বো‌নের ম‌ধ্যে সবার ছোট সে।

সুবর্ণা জানায়, আমি খেলাধুলা অ‌নেক পছন্দ ক‌রি। আমা‌দের স্কু‌লে খেলাধুলার প্রতি‌যোগিতা হ‌লে আমি অংশগ্রহণ ক‌রি। এবা‌রও শীতকালীন ক্রীড়া প্রতি‌যোগিতায় অংশ নিই। উপ‌জেলা, জেলা ও‌ বিভাগ পর্যা‌য়ে খে‌লে জাতীয় পর্যায়ে গে‌ছি।

সেখা‌নেও আমি দীর্ঘ লাফ (লং জাম্প) ও ৪০০ মিটার রিলে দৌড়ে প্রথম হ‌য়ে‌ছি। অ‌নেক ভা‌লো লাগ‌ছে, সরকা‌রিভা‌বে সহায়তা পে‌লে শুধু জাতীয় পর্যায় না আন্তর্জা‌তিকভা‌বে খেলে দা‌রিদ্র্যপী‌ড়িত জেলা কু‌ড়িগ্রাম তথা বাংলা‌দে‌শের সুনাম ছড়িয়ে দিতে চাই।

সুবর্ণার বাবা বাচ্চা মিয়া ব‌লেন, আমরা নদীভাঙা মানুষ। পড়া‌লেখা বু‌ঝি না। কিন্তু ছাওয়াটা পড়া‌লেখার পাশাপা‌শি খেলাধুলা‌তেও ভা‌লো।

স্কু‌লের শিক্ষকরা তা‌কে নি‌য়ে জাতীয় পর্যায়ে খে‌লে না‌কি প্রথম হ‌য়ে‌ছে। খুব খু‌শি হইছি, কী যে ভালো লাগ‌ছে।
ফ‌কি‌রেরহাট উচ্চ বিদ্যাল‌য়ের শারী‌রিক শিক্ষক শ‌ফিয়ল এলেম ব‌লেন, প্রতিবছর শীতকালীন ও গ্রীষ্মকালীন খেলাধুলায় আমা‌দের স্কু‌লের শিক্ষার্থীরা উপ‌জেলা ও জেলা পর্যায় ব্যাপক পুরস্কর অর্জন ক‌রে। এবা‌রে দুজন শিক্ষার্থী সুবর্ণা আক্তার ও ইয়া‌মিন সা‌রিকা স‌ম্মিত জাতীয় পর্যা‌য়ে অংশ নেয়। গত ২৪ ফেব্রুয়া‌রি জাতীয় পর্যা‌য়ে সুবর্ণা লং জাম্প ও রি‌লে দৌঁড়ে প্রথম স্থান অ‌ধিকার ক‌রে এবং দশম শ্রেণির শিক্ষার্থী ইয়া‌মিন সা‌রিকা স‌ম্মিত চাক‌তি নি‌ক্ষেপে চতুর্থ হয়।

ফ‌কি‌রেরহাট উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ব‌লেন, আমা‌দের স্কুল‌টির সুনাম র‌য়ে‌ছে। ‌চিলমারী উপ‌জেলায় এটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং গত আট বছর ধ‌রে আমি উপ‌জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হি‌সে‌বে বি‌বে‌চিত হ‌য়ে‌ছি। সরকারি-বেসরকা‌রিভা‌বে বি‌ভিন্ন ক্রীড়া, সাংস্কৃ‌তিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতি‌যোগিতায় আমা‌দের স্কু‌লের শিক্ষার্থীরা অংশগ্রহণ ক‌রে। সেখা‌নে সফলতার স্বাক্ষর রা‌খে। সবচে‌য়ে এবার আমি বে‌শি খু‌শি হ‌য়ে‌ছি, আমা‌দের দুজন শিক্ষার্থী সবর্ণা এবং স‌ম্মিত জাতীয় পর্যা‌য়ে অংশগ্রহণ ক‌রে‌ছে। সবির্ণা দীর্ঘ জা‌ম্প ও ৪০০ মিটার দৌড়ে দেশসেরা হ‌য়ে‌ছে। স‌ম্মিত ও সেখা‌নে অংশগ্রহণ ক‌রে‌ছিল। এই ধারাবা‌হিকতা অব্যাহত থাক‌বে, তারা আমা‌দের শিক্ষার্থীদর অনু‌প্রেরণা, শুধু জাতীয় পর্যায় নয়, তাদের‌কে যেন আমরা আন্তর্জা‌তিক পর্যা‌য়ের ক্রীড়া‌বিদ হি‌সে‌বে তৈ‌রি কর‌তে পা‌রি।

এবিষ‌য়ে চিলমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপ‌জেলা ক্রীড়া সংস্থার সভাপ‌তি সবুজ কুমার বসাক ব‌লেন, প্রত্যন্ত অঞ্চল থে‌কে ওই স্কু‌লের দুজন শিক্ষার্থী অংশগ্রহণ ক‌রে। এর ম‌ধ্যে সূবর্ণা দেশ‌সেরা হ‌য়ে‌ছে। যা অত্যন্ত খু‌শির খবর, আমরা তা‌দের‌কে অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ছি। সা‌র্বিক সহ‌যো‌গিতার পাশাপা‌শি আনুষ্ঠা‌নিভো‌বে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে সংবর্ধনা দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!