আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই দল গঠন করা হয়েছে।
রাজনৈতিক এ দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয় বলে জানান বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠন দুটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা।
দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান হবে মানিক মিয়া এভিনিউয়ে। জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আমরা মানিক মিয়া এভিনিউতে প্রায় ৩ লাখ মানুষ সমাবেশের টার্গেট নিয়েছি। আমরা দেশের অন্যান্য রাজনৈতিক দল, শক্তি, বিশিষ্ট নাগরিকদেরও আমন্ত্রণ জানিয়েছি।
নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদকে আমন্ত্রণ জানানো হবে কি না এমন প্রশ্নের উত্তরে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রথমদিনে আমাদের ১৫১ জনের কমিটি ঘোষণার টার্গেট আছে বলেও জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা।
এদিকে দলের আরও কয়েকটি পদে নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আরেকটি সূত্র জানিয়েছে। এরমধ্যে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন; সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে ডা. তাসনিম জারা, মনিরা শারমিন ও নাহিদা সরোয়ার নিভা; এবং যুগ্ম সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসউদ এর নাম রয়েছে।
Leave a Reply