শামীমা রহমান, ইবি প্রতিনিধি:
পরিবহন পুল সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের সদস্যরা মানববন্ধন করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে দুপুর ১ টার দিকে এ মানববন্ধন করেন তারা।
এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান,“বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভালো বাসগুলো কর্মকর্তা ও শিক্ষকদের জন্য ব্যবহৃত হয়। যে বাসগুলোর ফিটনেস নাই, সেগুলো শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা কি মানুষ না যে তাদেরকে ফিটনেসবিহীন গাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন শত শত শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে রয়েছে। আপনারা আর তালবাহানা না করে এই পরিবহন সেক্টরকে ধ্বংসের দিকে যেতে দিবেন না। আর ভাড়া চালিত বাস আমরা আর দেখতে চাই না। এর পরিবর্তে বিশ্ববিদ্যালয় নিজস্ব বাস ক্রয় করে শিক্ষার্থীদের জন্য সুন্দর যাতায়াতের ব্যবস্থা করে দিন।”
সংগঠনটির সহ-সভাপতি সাদিয়া মাহমুদ মীম বলেন,“পরিবহন খাতে বর্তমানে যিনি দায়িত্বে আছেন, তিনি এই দায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রো–ভাইস চ্যান্সেলরের পদটি দখল করে আছেন। যদি একজন ব্যক্তি এতো গুরুত্বপূর্ণ দুটি পদ দখল করে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে না পারে, তাহলে সেই পথ দখল করার মানে কী? এ প্রশ্নটি আজকে তাকে করে দিতে চাই। আপনি এ থেকে বিরত থাকুন। আপনার যদি দুটি পদ পরিচালনা করার ক্ষমতা না থাকে, তাহলে আপনার মত একটি পদকে বেছে নিন এবং প্রশাসনিক কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহযোগিতা করুন।”
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের একটি ভাড়াকৃত বাস কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্য আসার পথে বিত্তিপাড়া সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৩০ জন শিক্ষার্থী আহত হয়। গুরুতর আহতদের তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
Leave a Reply