এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
রাজারহাটে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি)সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজারহাটের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো: আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য দেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা নুর আলম,রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান,জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন,জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মনিবুল হক বসুনিয়া, ছাত্র প্রতিনিধি আল মিজান মাহিন প্রমুখ।
মেলার স্টলে নানা ধরণের কৃষি পণ্য ও কৃষি প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
Leave a Reply