কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বাল্যবিবাহ রোধে সোমবার সকালে ট্রেডেসহোম মিলনায়তনে উপজেলা পর্যায়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকতা হাবিবুর রহমান,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাংবাদিক শফি খান,কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, প্রমুখ।
কর্মশালায় বাল্য বিবাহ নিরসনে ও নারী শিক্ষা উন্নয়নে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের কার্যকারী ভুমিকা নিশ্চিত করতে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অ্যাডভোকোসি নিয়ে আলোচনা করা হয়।
মালালা ফান্ডের সহায়তায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও পিপলস ওরিয়েন্ট প্রোগাম এর সহায়তায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
Leave a Reply