মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন। নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ব্যাপক সমালোচনার পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিয়ন পরিষদ কার্যালয় ও তার বাসভবনে অভিযান চালান। অভিযানের সময় এলাকাবাসী জড়ো হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অনেকে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নির্যাতিত ছাত্রীর পরিবার চেয়ারম্যানের কঠোর শাস্তি চেয়ে বলেন, “এ ধরনের ব্যক্তির কোনো ক্ষমতায় থাকা উচিত নয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
পুলিশ জানিয়েছে, চেয়ারম্যান আব্দুল কুদ্দুসকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আশ্বস্ত করেছে যে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, চেয়ারম্যানের গ্রেফতারের পর ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, প্রভাবশালী হলেও আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না—এটাই প্রমাণ হলো।
Leave a Reply