নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরী উপজেলায় মাদকের বিরুদ্ধে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র ও এলাকাবাসীর বিক্ষোভ ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। অদ্য ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাঞ্জুয়ার ভিটা মহল্লায় অন্তত ৭ জন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করা হয়।
সংবাদ পেয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তারা উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে সেখানে যোগ দেন এসপি (সার্কেল) মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক। তাদের যৌথ প্রচেষ্টায় বিক্ষুব্ধ ছাত্র ও জনতাকে শান্ত করা সম্ভব হয়।
তবে এর আগেই বিক্ষুব্ধ জনতা ৭ জন মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করে। পরে তারা ফিরে যাওয়ার পথে এক মাদক কারবারির মুদি দোকানে হামলা চালিয়ে সেটিতে অগ্নিসংযোগ করে।
ঘটনাস্থলে উপস্থিত কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, “এলাকাবাসীর সহযোগিতা পেলে মাদক কারবারিদের নির্মূল করতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকের অবৈধ ব্যবসা চলছিল। প্রশাসনের হস্তক্ষেপে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদী এলাকাবাসী।
Leave a Reply