শামীমা রহমান, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুরোটাই ইসলামকে ধারণ করা চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক। তিনি বলেন,“বাংলাদেশের একটিমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়,যার কপাল জুড়ে ইসলাম রয়েছে। তার নাম ইসলামী বিশ্ববিদ্যালয়। এটি কোনো সাধারণ বিশ্ববিদ্যালয় নয়,এটি ইসলামী বিশ্ববিদ্যালয়।ইসলামী বিশ্ববিদ্যালয় যদি ইসলামের বিজয়ে অবদান না রাখতে পারে,নাম পাল্টে ফেলুন। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পুরোটাই মেডিকেলের প্রাধান্য থাকে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার প্রাধান্য থাকে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামের গুরুত্ব তেমন দেখা যায় না। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুরোটাই ইসলামকে ধারণ করা চাই।”
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘জুলাই পরবর্তী করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জুলাই-আগস্টের বিপ্লবকে স্মরণ করে তিনি বলেন,“৫ই আগস্ট দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফ থেকে তেঁতুলিয়ায় মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক কোনো মূর্তি অবশিষ্ট নেই। কিন্তু কোনো মন্দিরের প্রতিমায় ফুলের টোকাও দেওয়া হয়নি।এটিই আগস্ট বিপ্লবের চেতনা। হিন্দুরা প্রতিমা পূজা করবে, প্রতিমাকে শ্রদ্ধা করবে, এটি তাদের ধর্মীয় সংস্কৃতি। কিন্তু মুসলিম জনপদে প্রতিমা গ্ৰহণযোগ্য নয়।এটিই অসম্প্রদায়িক বিপ্লব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। এছাড়াও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন।
Leave a Reply