নাজমুল হুদা,রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পূ্র্ণাঙ্গ রোডম্যাপ ফেব্রুয়ারি মাসের মধ্যেই ঘোষণা হবে বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। রাকসুর গঠনতন্ত্র সংশোধন শেষে এই ঘোষণা আসবে বলে জানান তিনি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের
আয়োজনে রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গঠনতন্ত্র সংস্কার কমিটি গঠনতন্ত্রের যে সামারি নিয়ে এসেছে সেটা আমরা সবার সামনে তুলে ধরবো। এবং সেটা পুনরায় পরিবর্তন করার জন্য সাজেশনের জন্য ছোট্ট একটা টাইম ফ্রেম দেওয়া হবে। সেখানে শিক্ষার্থীরও আবার তাদের সাজেশন দিবে। এরপর চূড়ান্ত গঠনতন্ত্র নিয়ে আমরা নির্বাচনের দিকে আগাতে চাই। আমার অসম্ভব ইচ্ছা আছে ফেব্রুয়ারির মধে একটা পূর্নাঙ্গ রোডম্যাপ ছাত্র-ছাত্রীদের মধে তুলে ধরবো।
সংলাপে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ড. পারভেজ আযহারুল হকের সঞ্চালনায় শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রশিরিব, স্টুডেন্ট রাইটস সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক, সাংবাদিক সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ডিবেটিং সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের ২০ জন প্রতিনিধি অংশ নেন। শিক্ষক ও প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম, রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান রাকসু’র সাবেক হল শাখার প্রতিনিধি শামীম আরা।
এই নেতৃবৃন্দ রাকসুর গঠনতন্ত্র সংস্কার ও সকলের ঐক্যমতের ভিত্তিতে অবিলম্বে রাকসু নির্বাচনের তাকিদ দেন। তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য,এর আগে সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মো. নাজমুল হুদা
রাজশাহী বিশ্ববিদ্যালয়
Leave a Reply