শামীমা রহমান, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঠকবন্ধু সংগঠনের নবীন সদস্যদের বরণ ও এবং ‘কৃত্তিম বুদ্ধিমত্তা: সুযোগ-সুবিধা ও হুমকি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনের ১০১ নম্বর রুমে দুপুর ১টায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইইর ভবনের পরিচালক ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থী মোঃ জুবায়ের রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো ইকবাল হোসাইন বলেন ,“ইসরাইলের ব্যাপারে অনেক নেগেটিভ মন্তব্য থাকতে পারে।তবে ইসরাইলের ব্যাপারে তোমাদের অধ্যয়ন করতে হবে। নিজেদের আগামী প্রজন্মের জন্য তৈরি করতে হবে। নিজেকে খুঁজতে পারলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবে। তোমার দায়িত্ব হবে নিজেকে খুঁজে বের করা।”
Leave a Reply