নিজস্ব প্রতিবেদক:
নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু (৬৮) গ্রেফতার হয়েছেন।
গত ১৬ ফেব্রুয়ারি রাত ২টায় নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ টিম ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করে। পরে তাকে নাগেশ্বরী থানার বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা,গাড়ী ভাঙ্গচুর মামলায় গ্রেফতার দেখানো হয়।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গাড়ি ভাঙচুরের মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে কুড়িগ্রাম আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে পাঠান।
Leave a Reply