আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। এই মহতী উদ্যোগটি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন “রক্ত চাহিদা”।
সংগঠনের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বলেন, “আমরা নিঃস্বার্থভাবে কাজ করছি, যাতে মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াতে পারি।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সদস্যরা জানান, “রক্ত দেওয়ার পর আমরা মানুষের যে ভালোবাসা পাই, তা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়।”
রক্তের গ্রুপ নির্ণয় শেষে এক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমি আমার রক্তের গ্রুপ জানতে পেরেছি, যা আমার জন্য আনন্দের বিষয়।”
উক্ত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করেছে “রক্ত চাহিদা” সংগঠন।
Leave a Reply