অনলাইন ডেস্ক :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তর পানবর গ্রামের মুক্তার হোসেনের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
১৩ই ফেব্রুয়ারি সারিকালিনগরের মনজুরুল হকের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনু (৩৮), কুড়িগ্রাম জেলার আ: রহমানের ছেলে মোখলেছুর রহমান(৩৫) ও কুড়িগ্রাম মুংলার খুটি গ্রামের শাহাজানের ছেলে জাহান উদ্দিন(৩৫)কে মুক্তার হোসেনের বাড়ি থেকে রাম দা, চাকু দেশীয় অস্ত্র সহ পুলিশ আটক করেছে।
জানা গেছে গজনী অবকাশ ও অন্যান্য এলাকায় উৎ পেতে থেকে সুযোগ বুঝে ডাকাতির প্রস্তুতি নিয়ে এরা ডাকাতি ও অপকর্ম চালিয়ে আসছিল। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন জানান, শেরপুর পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামিদের শুক্রবার শেরপুর কোর্টে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।
Leave a Reply