ভাস্কর চন্দ্র রায়,পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ১০ তম ব্যাচের বিদায় ও ১৬ তম ব্যাচের নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) কবি বন্দে আলী মুক্ত মঞ্চে দুপুর তিনটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত সমাজকর্ম নাইট আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান এবং প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান। উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মোসা: খাদিজাতুল কোবরা, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: জাহিদুল ইসলাম সহ সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোছা: ফাতেমা বেগম ।
উক্ত অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ”দেশে নারীর নেতৃত্বে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একজন শিক্ষিত মা মানে একটি উন্নত জাতি। একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের চোখ কুয়ার মতো বড় হবে। যেখানে চোখ বড় হবে, অনেক বড় ভাবে চিন্তা করতে পারবে। তোমাদের বের হওয়ার আগে অবশ্যই আরো কিছু চেঞ্জ তোমরা দেখতে পাবে বলে আমার বিশ্বাস। আমরা পজিটিভে যেতে চাই। তোমাদের গাছ দিয়ে বরণ করা জানিয়ে দেয়। তোমরা পরিবেশ নিয়ে কতটা সচেতন। ”
উক্ত অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন,“ সমাজকর্ম বিভাগের গাছ উপহার দেওয়া জানিয়ে দেয়, তোমরা পরিবেশ নিয়ে কত সচেতন। এভাবেই সচেতনতার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করবে।”
উক্ত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ সহ নবীন বরণ, বিদায়েদের সংবর্ধনা দেওয়া হয় এবং সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়।
Leave a Reply