নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের অফিস উদ্বোধন করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমর্থকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন এবং রাজিবপুরে ছাত্রশিবিরের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, রাজিবপুরের প্রতিটি ঘরে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংগঠন কাজ করে যাবে।
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির দেশের শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ প্রচার ও প্রসারের লক্ষ্যে কাজ করে থাকে। রাজিবপুরে সংগঠনটির অফিস উদ্বোধনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে তাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
Leave a Reply