নিজস্ব প্রতিবেদক:
ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক শংকর কুমার সেনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে গংগারহাট বাজার থেকে ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি অভিযুক্ত। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘আজ সোমবার শংকর কুমার সেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।‘
Leave a Reply