নিজস্ব প্রতিবেদক:
মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার লক্ষ্যে “মার্চ ফর হিউম্যানিটি” কর্মসূচি শুরু করেছেন হানিফ বাংলাদেশী। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন তিনি।
এই কর্মসূচির আওতায় তিনি প্রতিদিন একেকটি জেলা সফর করে মানুষের মধ্যে মানবিকতা ও সামাজিক ন্যায়বিচার নিয়ে সচেতনতা সৃষ্টি করবেন। তেঁতুলিয়া থেকে শুরু হয়ে আগামী মাসে টেকনাফে গিয়ে এই কর্মসূচি শেষ হবে।
‘নিজেকে বদলাতে হবে, তবেই বদলাবে দেশ’
কর্মসূচি নিয়ে হানিফ বাংলাদেশী বলেন, “মানুষ রাষ্ট্র পরিবর্তন চায়, কিন্তু নিজেকে বদলাতে চায় না। অথচ, রাষ্ট্রের পরিবর্তন চাইলে আগে নিজেকে এবং সমাজকে পরিবর্তন করতে হবে। সমাজ বদলালে রাষ্ট্র এমনিতেই পরিবর্তিত হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সমাজে মানবিক মূল্যবোধ কমে যাচ্ছে। মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব তৈরি হচ্ছে, প্রতিহিংসার মনোভাব বাড়ছে। ভিন্নমতের কারণে সহিংসতা ও হত্যার ঘটনা বেড়ে যাচ্ছে। ফলে সমাজ দিন দিন অমানবিক হয়ে উঠছে। তাই মানুষকে মানবিকতা ও ন্যায়বিচারের বিষয়ে সচেতন করতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
হানিফ বাংলাদেশী তার কর্মসূচি সফল করতে দেশবাসী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, “আমি চাই, এই পদযাত্রার মাধ্যমে মানুষ নিজের মধ্যে মানবিক গুণাবলী ফিরিয়ে আনতে অনুপ্রাণিত হোক। সবাই মিলে যদি মানবিক সমাজ গড়ে তোলার চেষ্টা করি, তাহলে সত্যিকারের ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব হবে।”
তেঁতুলিয়া থেকে টেকনাফ দীর্ঘ পথচলা
বাংলাবান্ধা থেকে শুরু হওয়া এই পদযাত্রায় হানিফ বাংলাদেশী প্রতিদিন দেশের একেকটি জেলা সফর করবেন। তিনি জেলা শহরগুলোর গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করবেন।
এই দীর্ঘ পথযাত্রার মাধ্যমে তিনি মানুষকে মানবিক হতে এবং সমাজকে সহমর্মিতার বন্ধনে আবদ্ধ করতে উদ্বুদ্ধ করবেন।
Leave a Reply