স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দল মার্চে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলবে ভারতে যাবে। এজন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথমবার জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী।
মার্চে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে ভারতে যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল। তার আগে লাল সবুজ দলের কোচ হাভিয়ের কাবরেরা ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। আজ সেই দলে ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী আছেন। ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়া এফসিতে খেলা ফরোয়ার্ড ফাহমেদুল ইসলামকেও দলে টেনেছেন স্প্যানিশ কোচ।
দুজনের মতো প্রাথমিক দলে আরও একাধিক খেলোয়াড় প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন। কেউ কেউ নতুন করে জায়গা করে নিয়েছেন। যেমন মোহামেডানের গোলরক্ষক সাকিব আল হাসান, রক্ষণে মোহামেডানের জাহিদ হোসেন শান্ত, ফরোয়ার্ডে আরিফ হোসেন এবং এবারের লিগে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা আল আমিন আছেন।
এছাড়া মাঝে বিরতি দিয়ে জাতীয় দলে নতুন করে ডাক পেয়েছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো, তারিক কাজী, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ ইব্রাহিম।
বাংলাদেশের প্রাথমিক দল-
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।
ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম।
Leave a Reply