নিজস্ব প্রতিবেদক:
নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নেওয়াশী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুকুল নেওয়াশী ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান ছিলেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলার আসামি তিনি। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply