হামীম আল ফুয়াদ, নিজস্ব প্রতিনিধি:
আজ রোববার রংপুরের কাউনিয়ায় গণশুনানিতে অংশ নিবেন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ৷ আজ দুপুরের পর তিস্তা রেলব্রীজ সংলগ্ন স্থানে এই গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হবে৷ গতকাল তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানান ৷ তিনি বলেন, ” তিস্তা নিয়ে তিস্তা পাড়ের মানুষের দু:খ, বন্যায় ক্ষয়ক্ষতি, শুকনো মৌসুমে মরুভূমি সহ সকল সমস্যায় করণীয় প্রস্তাবনা শুনতে সরকারই আসছে তিস্তা পাড়ের এই জনপদে।
উল্লেখ্য তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হলে পাল্টে যাবে উত্তরের জনপদের অর্থনৈতিক চিত্র।
Leave a Reply