শামীমা রহমান, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থানা ঝাউদিয়াতে স্থানান্তর না করার ব্যাপারে মানববন্ধন কর্মসূচি করেছেন এলাকাবাসী।এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করেছেন।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বাস অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন তারা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাশিদুজ্জামান বলেন, “অন্তত পাঁচটি ইউনিয়নের মানুষের একটি দাবিতে এখানে আমরা দাঁড়িয়েছি। ইবি থানাকে ঝাউদিয়া নেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা কখনো এ ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দেব না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, “আপনারা প্রয়োজনে অন্যভাবে ঝাউদিয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের থানা স্থানান্তর করা যাবে না। এখানে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি জড়িত।”
এলাকাবাসীরা বলেন,“কুষ্টিয়া সদরের সাতটি ইউনিয়ন ইবি থানা জুড়ে ছিলো। ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ইবিতে রাখার পক্ষে অধিকাংশের মতামত রয়েছে।আমরা এর আগেও লিখিত দিয়েছি। অন্তবর্তীকালীন সরকারের কাছেও দাবি জানিয়েছি।আমাদের দাবি একটাই,আমরা ইবি থানা স্থানান্তর করতে দিবো না।”
তারা আরও বলেন,“এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিশ্ববিদ্যালয়।এখান থেকে থানা স্থানান্তর করতে দেওয়া যাবে না।গত বছরের ৪ঠা আগস্ট মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের আলোকে ইবি সন্নিকটে দেখিয়ে ১৬ কিলোমিটার দূরে থানা স্থানান্তরের প্রস্তাব করা হয়।আমরা আগামী ১৬ ফেব্রুয়ারি রাস্তা অবরোধ করে দিবো।এই সময়ের মধ্যে তদন্ত কমিটির সঠিক বাস্তবায়ন দেখতে চাই।আমরা ইবি থানা ইবিতেই রাখতে চাই।”
এসময় কুষ্টিয়া জেলা পুলিশ সুপার পলাশ কান্তি রায় বলেন,“আপনারা আগামী দুইদিনের মধ্যে তদন্ত জমা দিবেন।ফেব্রুয়ারি মাসকে টার্গেট করে পতিত শেখ হাসিনার কোনো কার্যক্রম কিনা এটা, সেটাও খতিয়ে দেখা দরকার।”
Leave a Reply