হামীম আল ফুয়াদ,নিজস্ব প্রতিনিধি:
গতকাল গাজীপুরে ছাত্র-জনতার উপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার পরিপ্রেক্ষিতিতে আজ থেকে সারাদেশে শুরু হয়েছে “অপারেশন ডেভিল হান্ট”। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে নির্দেশ প্রদান করা হয়েছে৷
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে ও অপরাধীদের আইনের আওতায় আনতে “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয়। এই বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply