নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১৫৬টি দরিদ্র পরিবার স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছে। আরডিআরএস বাংলাদেশ-এর বাস্তবায়নে পরিচালিত ‘চাইল্ড, নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের মাধ্যমে এসব পরিবার পেয়েছে অর্থনৈতিক সহায়তা ও প্রশিক্ষণ। বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
২০২৩ সালের জানুয়ারি থেকে রৌমারী উপজেলার ছয়টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করছে সিএনবি প্রকল্প। এ পর্যন্ত ১৫৬টি বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি এসব পরিবারের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সংস্থাটি। প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের কেউ হাঁস-মুরগি, কেউ গরু-ছাগল, আবার কেউ ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন।
বন্দবেড় ইউনিয়নের জয়নব আক্তার নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “আমার পরিবারের অস্বচ্ছলতার কারণে আমাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। কিন্তু আমি রাজি হইনি এবং পরিবারের সদস্যদের বুঝিয়ে রাজি করাই। সিএনবি প্রকল্প আমার চোখ খুলে দিয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়ার পর আমি শপথ করি, বাল্যবিবাহের বিরুদ্ধে কাজ করব। আমরা সবাই মিলে রৌমারী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করব।”
রৌমারীর যাদুরচর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে বসবাস করেন চায়না বেগম। প্রায় ১৬ বছর আগে তার স্বামী তাকে দুই প্রতিবন্ধী মেয়েসহ ছেড়ে চলে যান। বাবার বাড়িতে ফিরে আসলেও জীবনযুদ্ধ তার জন্য সহজ ছিল না। অন্যের বাড়িতে কাজ করে কোনোরকমে দিন চলছিল।
২০২৩ সালে সিএনবি প্রকল্পের জরিপে উঠে আসে চায়না বেগমের পরিবারের দুর্দশার চিত্র। এরপর সংস্থাটি তাকে দুইটি ছাগল, ছয়টি মুরগি ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করে। পাশাপাশি তাকে গবাদি পশু পালন ও হাঁস-মুরগি পালন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে চায়না বেগম স্বাবলম্বী, আর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
তার মেয়ে ফাতেমা ও ফারজানা বলেন,“বাবা থেকেও নেই। মা অনেক কষ্ট করে আমাদের বড় করছেন। আগে আমাদের না খেয়ে থাকতে হতো, কিন্তু এখন আমরা পুষ্টিকর খাবার খেতে পারি। চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প আমাদের জীবন বদলে দিয়েছে। এখন আমরা জামিয়া ইসলামিয়া মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় দাওরায়ে হাদিস (বিএ) পড়ছি।”
সিএনবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন,“আমরা শুধু বাল্যবিবাহ রোধ করছি না, বরং এসব অসহায় পরিবারের স্বপ্নপূরণের সুযোগ করে দিচ্ছি। স্বাবলম্বী হওয়ার মাধ্যমে এই পরিবারগুলোর সন্তানরা মানুষের মতো মানুষ হবে, দেশের কল্যাণে কাজ করবে।”
রৌমারী উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের অন্যতম লক্ষ্য। এ প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের জন্য তৈরি হচ্ছে নতুন জীবনের গল্প, খুলছে স্বপ্নের দুয়ার।
Leave a Reply