রয়টার্স
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না বলে জানিয়েছে সৌদি আরব। সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানাচ্ছে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর আজ বুধবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে রিয়াদ।
মঙ্গলবার এক চাঞ্চল্যকর ঘোষণায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে নেবে এবং সেখানে ফিলিস্তিনিদের পুনর্বাসন ও অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তবে বুধবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করছে এবং এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তনীয়। বিবৃতিতে আরও বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিন প্রসঙ্গে রাজ্যের অবস্থান ‘সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন’ ভাষায় তুলে ধরেছেন, যা কোনোভাবেই বিকৃত করার সুযোগ নেই।
Leave a Reply