ফরিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রাম সরকারি কলেজের দুই মেধাবী শিক্ষার্থী মেহেদী ও মাজিদুল এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা তাদের স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। শিক্ষার প্রতি দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে ‘এসএসসি-১৯৮৬ ব্যাচ’ তাদের পাশে দাঁড়িয়েছে। ব্যাচের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজহিতৈষী জনাব কাজী কামালের পক্ষ থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৮৬ ব্যাচের কুড়িগ্রাম জেলা সভাপতি, রংপুর বিভাগীয় সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, “মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, কুড়িগ্রামের শিক্ষার্থীরা যেন দারিদ্র্যের কাছে স্বপ্ন হারিয়ে না ফেলে।”
কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন— “মেহেদী ও মাজিদুল শুধু নিজেদের স্বপ্ন বাস্তবায়নের পথেই হাঁটছে না, তারা পুরো কুড়িগ্রামের সম্মান ও সম্ভাবনাকে আরও সমুজ্জ্বল করছে। তাদের সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। ১৯৮৬ ব্যাচের এই মহানুভব উদ্যোগ শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এটি শুধু সহায়তার হাত নয়, বরং আগামী দিনের মেধাবীদের এগিয়ে যাওয়ার এক উদাহরণ, যা ভবিষ্যতে মানবিকতা ও শিক্ষার সমন্বয়ে আরও সুন্দর পথ রচনা করবে।”
উল্লেখ্য, এসএসসি-১৯৮৬ ব্যাচ দীর্ঘদিন ধরে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে। তারা শিক্ষাবৃত্তি, আর্থিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। ভবিষ্যতেও তারা দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় অব্যাহতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
Leave a Reply