মাইদুল ইসলাম মামুন ,বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ফকিরেরকুঠি এলাকায় বাঁশঝাড়ের ভেতরে সোনালু গাছের ডালে গলায় মাফলার ও লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মাসুম মিয়া (৩৬)। তিনি ওই এলাকার সাদেক আলীর ছেলে।
ঘটনাটি ঘটে ১ ফেব্রুয়ারি ভোর রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম মিয়ার দুই স্ত্রী, একজন ঢাকায় এবং অন্যজন গ্রামের বাড়িতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। গতকাল তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, তবে রাতে বাড়ির পাশের বাঁশঝাড়ে আত্মহত্যা করেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পারিবারিক দ্বন্দ্বের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির মামা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করবেন। তদন্ত শেষে আত্মহত্যার সত্যতা পাওয়া গেলে দাফনের অনুমতি দেওয়া হবে।
Leave a Reply