কুড়িগ্রাম প্রতিনিধি : বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন (৩) মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা রাজহাট উপজেলার দুই (২) নং ছিনাই ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়৷
বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের চওরা বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দুই (২)নং ছিনাই ইউনিয়নের আহ্বায়ক সামিউল আলম নাজমুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস, রুকনুজ্জামান রুকু, বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদল দুই(২) নং ছিনাই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মুকুল, পৌর যুবদলের সাবেক সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক প্রমুখ।
এসময় বক্তারা বলেন বাংলাদেশের কৃষকরা যেনো তাদের ন্যায্য অধিকার ফিরে পায় সরকার কে সেদিকে দৃষ্টি দিতে হবে
Leave a Reply