পাবিপ্রবি প্রতিনিধি:
প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের কষ্ট। পাবনার এমন কিছু অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে সেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস পাবিপ্রবি শাখার।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) আঃ করিম সেখ আবাসিক হাফিজিয়া মাদ্রাসায় সহ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শাখার গ্রীন ভয়েসের সদস্যরা।
গ্রীন ভয়েস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শাখার সভাপতি মোঃ সাদেকুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই গ্রীন ভয়েসের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় এইবার আঃ করিম সেখ আবাসিক হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র এবং অসহায় মানুষদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করি।’
কম্বল পেয়ে এক শীতার্ত বলেন, ‘আমরা গরিব মানুষ কিনতে পারি না, তারা আমাদের দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাদের আরো সেবা করার তৌফিক দান করুক আমাদের মতো অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য।’
Leave a Reply