স্পোর্টস ডেস্ক:
প্লে-অফ নিশ্চিত হয়েছে আগেই, লড়াই এখন এগিয়ে থাকার। শীর্ষ দুই দল হলে যে বাড়তি সুবিধা, ফাইনালে ওঠার মিশনে মেলে দুটি ম্যাচ খেলার সুযোগ। সেই লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে ফরচুন বরিশাল। সিলেট পর্বে সর্বশেষ ম্যাচ হারা দলটি আজও ওড়ালো বিজয় নিশান। বড় লক্ষ্য গড়েও হারের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হলো খুলনা টাইগার্সকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে খুলনাকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের এটা টানা পঞ্চম জয়, সর্বশেষ ৯ জানুয়ারি ম্যাচ হেরেছিল তামিম ইকবালের দল। ১০ ম্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে বরিশাল। শীর্ষ দল রংপুর রাইডার্সেরও ১৬ পয়েন্ট, তবে রান রেটে তারা এগিয়ে।
আজকের হারে প্লে-অফের পথ কঠিন হলো খুলনা টাইগার্সের। ১০ ম্যাচের চারটিতে জিতেছে মেহেদী হাসান মিরাজের দল। আট পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা। বাকি থাকা দুই ম্যাচে জিতলে ১২ পয়েন্ট হবে খুলনার, তবে সেটা প্লে-অফে উঠতে যথেষ্ঠ নাও হতে পারে। কারণ আরও দুটি দলের ১২ পয়েন্ট হওয়ার সুযোগ আছে। ৯ ম্যাচে পাঁচ জয়ে তিন নম্বরে চিটাগং কিংস। ১১ ম্যাচের পাঁচটিতে জেতা দুর্বার রাজশাহী চার নম্বরে।
Leave a Reply