কুড়িগ্রাম প্রতিনিধি:
পুলিশের হাতে জব্দ ট্রাকভর্তি বিনা মূল্যে বিতরণের মাধ্যমিক পর্যায়ের ৯ হাজার সরকারি বই চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহরে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি হয়। কর্মসূচি থেকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘রৌমারীর বই শেরপুরে কেন? প্রশাসন কী করে? অবিলম্বে বই চোরদের গ্রেপ্তার করতে হবে। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ বই চুরির ঘটনা ঘটানো হয়েছে।’
এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রৌমারী শাখার সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ, আমীর হামজা, রিয়াজুল ইসলাম, শাহীন বাগী, শামীম আহম্মেদ প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রৌমারী শাখার সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ বলেন, ‘এতগুলো বই চুরির সঙ্গে শুধুমাত্র অফিসের পিয়ন জড়িত থাকতে পারে না। এর সঙ্গে অন্য কর্মকর্তারাও জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। চুনোপুঁটি ধরলে হবে না। রাঘব বোয়ালদের ধরে বিচারের আওতায় আনতে হবে।’
Leave a Reply