1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :

ইবিতে ‘আন্তর্জাতিক কৃষি ও আগামীর মানব সভ্যতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

শামীমা রহমান, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জ্ঞান ও সংস্কৃতি চর্চার প্রত্যয়ে গঠিত সংগঠন ‘পরিধি’–এর আয়োজনে ‘আন্তর্জাতিক কৃষি ও আগামীর মানব সভ্যতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৫ নম্বর রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী আহমাদ গালিবের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন তরুণ কৃষি বিজ্ঞানী এবং ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের সভাপতি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান।

প্রধান আলোচক ইঞ্জিনিয়ার আশিকুর রহমান বলেন, “কৃষি বলতে শুধু উদ্ভিদই নয়, পশুপাখিও কৃষির আওতায় পরে। আপনারা দেখে থাকবেন কৃষির জন্য নদ-নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ সেজন্য পৃথিবীর বেশীরভাগ সভ্যতা নদীকেন্দ্রিক। তাই সভ্যতাগুলো বেশীরভাগ নদীর নামে হয়ে থাকে।”

বর্তমান কৃষি ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “আমাদের কৃষদের ভর্তুকি দেয়া হচ্ছে না। যদি দেয়া হতো তাহলে কৃষি অনেক এগিয়ে যেতো। কৃষকেরা তাদের ফসলের দাম পাচ্ছে না। কিছুদিন আগের একটা উদাহরণ যদি দেই যে, ফুলকপির দামের যে বৈষম্য। কোথাও কৃষকরা বিক্রি করতে পারছে না আবার ঢাকায় ঠিকই বেশী দামে বিক্রি হচ্ছে। সরকারি ভাবে এর সমন্বয় করা দরকার।”

এছাড়াও, তরুণ কৃষি বিজ্ঞানী ইঞ্জিনিয়ার আশিকুর রহমান সেমিনারে কৃষির সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান বীজ, বীজের বাজার, বীজের সংরক্ষণ, বীজ ব্যাংক, বীজ সংরক্ষণের প্রয়োজনীয়তা, সবুজ বিপ্লব নিয়ে বিস্তর আলোচনা করেন। কৃষি সম্ভাবনার অপর পীঠ হিসেবে আলোচনা করতে গিয়ে বিভিন্ন কোম্পানির কর্তৃক আধিপত্য, সার্টিফাইড বীজ বিক্রিতে বাধ্যবাধকতাসহ কৃষি ব্যবস্থার প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন এবং সচেতন হতে বলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!