1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :

নেতানিয়াহুকে গোপনে অস্ত্র দিতেন এরদোয়ান: ইরানের গণমাধ্যম

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গোপনে অস্ত্র দিয়ে সহায়তা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান। এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম পার্স টুডে।

গত ২১ জানুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরাইলকে বিপুল পরিমানের জ্বালানি তেল সরবরাহ করে থাকে তুরস্ক। আঙ্কারার পার্লামেন্টের সদস্য জেরগারলিওগলু এরদোয়ানের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।

গাজা ইস্যুতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। বিভিন্ন সময়ে নেতানিয়াহু উপত্যকাটিতে গণহত্যা চালাচ্ছেন বলে তীব্র সমালোচনা করেছেন।

তবে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। নেতানিয়াহু বাহিনী গাজায় যখন চরম মাত্রায় হামলা চালাচ্ছিল তখন তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

পার্স টুডের উদ্ধৃতি দিয়ে দোহা থেকে এএফপি এই খবর জানায়।

গাজায় হামলার কারণে তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণাও দিয়েছিল আঙ্কারা। তবে এবার গাজা ইস্যুতে এরদোয়ানের অবস্থান নিয়ে সম্পূর্ণ বিপরীতধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম পার্স টুডে। গণমাধ্যমটি জানায়, তুরস্ক ইসরাইলের তেলের অন্যতম যোগানদাতা দেশ।

পার্স টুডের তথ্যমতে, তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলে তেল সরবরাহ সংক্রান্ত গোপন নথি প্রকাশ হয়েছে। দেশটির পার্লামেন্ট সদস্য জেরগারলিওগলু এই অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিযোগের সে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে অভিযোগের পক্ষে তিনি স্যাটেলাইট ছবি ও ডাটা প্রকাশ করেন। এই বিশ্লেষণে ইসরায়েলে দেশটির তেল সরবরাহের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় গণমাধ্যমটি।

অভিযোগকারী জেরগারলিওগলু জানান, গত ডিসেম্বরে তুরস্কের বেশ কয়েকটি জাহাজ মাঝপথে দিক নির্দেশনার যন্ত্র বন্ধ করে দেয়। এরপর ইতালির দিকে যাওয়ার ভান করে, কিন্তু স্যাটেলাইটের ছবি

পর্যবেক্ষণ করে জানা গেছে, তেল বহনকারী জাহাজগুলো ইসরায়েলের হাইফা এবং আশদোদ বন্দরে গিয়েছিল।

এমন অভিযোগ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তুর্কিই প্রথম মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং এর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করে। তুর্কি ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ১৯৪৯ সালে স্বাভাবিক হয়, যা পরবর্তীতে সাংস্কৃতিক, বাণিজ্যিক এমনকি সামরিক ক্ষেত্রে সহযোগিতা পর্যায়ে পৌঁছেছিল।

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ছিলেন প্রথম মুসলিম নেতা যিনি ইসরায়েলে গিয়ে ইসরায়েলের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জেলের সমাধি পরিদর্শন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!