স্পোর্টস ডেস্ক:
রুবেন আমোরিমের অধীনেও সঠিক পথের দিশা খুঁজে পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলরা গতকাল মাঠে নেমেছিল ইউরোপা লিগের ম্যাচে, এ ম্যাচে দলটির প্রতিপক্ষ ছিল রেঞ্জার্স। নির্ধারিত সময়ে খেলা ১-১ ড্র হওয়ার পর যোগ করা সময়ে গোল পেয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। তাঁর এই গোলেই জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ।
রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেই খেলেছে ম্যানইউ। দারুণ আক্রমণে একবার গোলের দেখাও পেয়েছিল দলটি। ২৪ মিনিটে মাথিয়াস ডি লিখট কর্ণার থেকে বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করেছিলেন। তবে একই সময়ে লেনি ইয়োরো রেঞ্জার্স ডিফেন্ডারকে ফাউল করায় গোল বাতিল হয়।
এরপর আরও বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও আর লক্ষ্যভেদ করতে পারেনি ম্যানইউ। গোলশূন্য ড্র নিয়ে দ্বিতীয়ার্ধ শুরুর পর শুরুতেই এগিয়ে যায় ম্যানইউ। তবে এর কৃতিত্ব প্রতিপক্ষের ফুটবলারের। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান জ্যাক বাটল্যান্ড।
এদিকে লিডের দেখা পেলেও নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে আর গোল করতে পারেনি আমোরিমের শিষ্যরা। উল্টো ম্যাচের ৮৮ মিনিটে এক গোল হজম করে রেড ডেভিলরা। রেঞ্জার্সের সিরিল ডিজার্স গোল করলে সমতা ফিরে ম্যাচে।
তবে ম্যাচের যোগ করা সময়ে গোলের দেখা পেয়েছেন ফার্নান্দেজ। ৯২ মিনিটে তাঁর করা এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। এই জয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ইউনাইটেড।
Leave a Reply