1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুরে জামায়াতের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার রাজারহাটে চরের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা কুড়িগ্রামে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাকিরপশার নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু রাজিবপুরে কৃষকের ৮ বিঘা জমির গম কেটে নেওয়ার অভিযোগ হে বৈশাখ, বিপুল চন্দ্র রায় ইবি সিইরসি’র উদ্যোগে অসহায় শিশুদের ঈদ উপহার বিতরণ রৌমারীতে ১১০ পিস ইয়াবাসহ কারবারি আটক রাজারহাটে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী,উদ্ধারে সেনাবাহিনী   রাজিবপুরে সাংবাদিক ঐক্যের পথ সুগম হচ্ছে

স্বামী-স্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ ৫ দোয়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক:

বিয়ে জীবনের অনুষঙ্গ। বিয়ের পর নতুনভাবে জীবনের যাত্রা শুরু হয়। নতুন এ যাত্রা যেন শান্তিময় ও কল্যাণজনক হয়, প্রিয়নবীজি কিছু দোয়া শিখিয়েছেন। এখানে স্বামী-স্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ পাঁচ দোয়া তুলে ধরা হলো।

১. স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া
হজরত আমর বিন শুয়াইব থেকে তিনি তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। নবী কারিম (স.) বলেন, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ে করে তখন সে যেন স্ত্রীর মাথার অগ্রভাগ ধরে বাসর রাতে এ দোয়া পড়ে- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি, ওয়া আউজুবিকা মিন শাররিহা ওয়া মিন শাররি সাররি মা জাবালতাহা আলাইহি। অর্থ: ‘হে আল্লাহ! আমি তার কল্যাণটুকু ও যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন সেটা প্রার্থনা করি। আর তার অনিষ্ট থেকে ও যে অনিষ্টের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন তা থেকে আশ্রয় চাই।’ (সুনানে আবু দাউদ ২১৬০)

২. সহবাসের দোয়া
স্বামী-স্ত্রী সহবাসের শুরুতে নবীজির শেখানো এ দোয়া পড়বে—بِسْمِ اللّهِ اللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَ جَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا উচ্চারণ: ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা।’ অর্থ: ‘আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ! আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখ। আমাদেরকে তুমি যা দান করবে (মিলনের ফলে যে সন্তান দান করবে) তা থেকে শয়তানকে দূরে রাখ।’ এ দোয়া সম্পর্কে নবীজি (স.) বলেছেন, ‘এ দোয়া পাঠের পর যদি তাদের দুজনের মাঝে কিছু ফল দেয়া হয় অথবা সন্তান হয়, তাকে শয়তান কখনও ক্ষতি করতে পারবে না। (বুখারি: ৪৭৮৭)

৩. সুসন্তান লাভের দোয়া
সুন্দর দাম্পত্যজীবন ও সুসন্তান লাভের জন্য পবিত্র কোরআনে বর্ণিত এ দোয়া পড়বে— رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا ا উচ্চারণ: রব্বানা-হাবলানা-মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়্যাতিনা কুররতা আ’ইয়ুনিঁও ওয়া জ‘আল্না লিল মুত্তাকীনা ইমামা।’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন। যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে (পুরুষদেরকে) মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দিন।’ (সুরা ফুরকান: ৭৪)

৪. নিরাপত্তার দোয়া
পরিবার-পরিজনের নিরাপত্তার জন্য দোয়া করার শিক্ষা রয়েছে হাদিসে। তেমনই একটি দোয়া হলো—اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي دِينِي وَأَهْلِي ‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফী দীনী ওয়া আহলী’ অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি আমার দীন ও আমার পরিবার-পরিজনের নিরাপত্তা।’ ইবনে উমর (রা.) বলেন, নবী (স.) এই দোয়া করতেন।  (আদাবুল মুফরাদ: ৭০৩)

৫. আল্লাহর অনুগত থাকার দোয়া
পরিবার ও সন্তান-সন্ততি যেন আল্লাহর অনুগত হয়, সেজন্য এই দোয়া করতে হবে—رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء উচ্চারণ: ‘রাব্বিজ আলনী মুকীমাস সালা-তি ওয়ামিন জুররিয়্যাতি, রাব্বানা ওয়া তাকাব্বাল দুয়া।’ অর্থ: ‘হে আমার প্রতিপালক! আমাকে নামাজ আদায়কারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমার প্রতিপালক! আমার প্রার্থনা কবুল করুন।’ (সুরা ইবরাহিম: ৪০)

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!