1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, বাংলাদেশ নিয়ে আলোচনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

হিন্দুস্তান টাইমস, ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে বাংলাদেশ নিয়েও আলাপ করেছেন তারা। 

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর জানান, প্রতিবেশি দেশের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার কথা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই উল্লেখ করেননি তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সফরকালে মার্কো রুবিওর পাশাপাশি ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গেও বৈঠক করেছেন জয়শঙ্কর। এছাড়া কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও অংশ নিয়েছেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন, বৈঠকে যুক্তরাষ্ট্র ও  ভারত তাদের নিজেদের মধ্যে অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে আঞ্চলিক বিষয় এবং মার্কিন-ভারত সম্পর্ক আরও জোরদার করার সুযোগগুলো নিয়ে আলোচনার পাশাপাশি প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি এবং একটি মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

এ সময় মার্কো রুবিও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে এবং অনিয়মিত অভিবাসন সম্পর্কিত বিষয়গুলো সমাধানের জন্য ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের কাজ করার ইচ্ছার ওপরও জোর দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!