1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :

রাজারহাটে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:

পৌষ পেড়িয়ে মাঘের কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার সঙ্গে উত্তরের মৃদু বাতাসে জনজীবন বিপর্যস্ত।সারাদিন দেখা নেই সূর্য্যের। সূর্য্য বিহীন কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ

উঞ্চতা পেতে খড়কুঠো জালিয়ে আগুনের তাপে বসে থাকা পশ্চিম দেবোত্তর গ্রামের বৃদ্ধা অতুল চন্দ্র(৭৫) বলেন,আজকে খুব ঠান্ডা, মাঘের জারে বাঘ কান্দে বাহে, জারত থাকায় যায়না,তাই খরকুটার পোড়ের আগুন তাপাই,অনিতা রানীও(৫৫)বলেন ঠান্ডায় সূর্য্যের দেখা নাই,হাত পাও বরফ হয়য়া গেছে,বোলো রানী(৬৫) বেশি ঠান্ডাত জীবন বাঁচায় দায়,কেউ যদি একান কম্বল দেইল হয়।তাপমাত্রা নিম্নগামী থাকায় অনেকটাই ব্যহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। এতে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন।দিনমজুর সুধা রানী জানান প্রচন্ড ঠান্ডার সকালে কাজ করতে যাচ্ছি অন্যের বাড়ীতে। ঠান্ডায় ঘর থেকেই বের হতে চাং নাই,আবার কাজ না করলে খাইম কি।

উমরমজিদ ইউনিয়নের কৃষি শ্রমিক বনিজ মিয়া বলেন, “জমিতে চারা রোপণ শুরু করছি। কিন্তু এতো ঠাণ্ডা যে কাদা পানিতে পা রাখা যাচ্ছে না। ঠাণ্ডার কারণে ঠিকমত কাজ করতে পারছি না।অটোরিকশা চালক তাইজুল ইসলাম ও মোজাম্মেল হোসেন বলেন, সকালে হেডলাইট জালিয়ে অটো চালাতে হয়।অতিরিক্ত ঠান্ডায় যাত্রী কম হয়।রুটিরুজির জন্য কনকনে ঠান্ডা ও শীতে গাড়ী নিয়ে বেড়েয়েছি।

ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে আলু পরিচর্যায় নিয়োজিত শ্রমিক শাহাজাহান আলী(৫৫)বলেন কনকনে ঠান্ডায় পেটের দায়ে কাজে যোগদান করি,পা মাটিতে রাখতেই শরীর হিম হয়ে যায়।রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান কুড়িগ্রাম সংবাদ কে বলেন পাঁচ হাজার চার শত কম্বল বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন,আজকের (২৩ জানুয়ারি) সর্বনিম্ন আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২:৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!