রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে আগামী ২৫শে জানুয়ারী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ সফল করতে উপজেলা বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যক্ষ আশাদুল হাবীব দুলুসহ অন্যন্যা নেতৃবৃন্দ।
বুধবার(২২ শে জানুয়ারি)সকাল সাড়ে এগারো ঘটিকায় সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ।
আরও বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি আনিছুর রহমান,সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুর রহমান লিটন সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply