রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিয়ার রহমানের রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭:৩০ মিনিটে দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচর বালুরগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়।
৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আইজল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরিস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মশিউর রহমান পলাশ।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফারুক আহমেদ বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোবাবুল ইসলাম মানিক, সদস্য সচিব মমিনুল ইসলাম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুস সালামসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।
মাহফিলে উপস্থিত নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শফিয়ার রহমানের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। তাঁরা বলেন, “দেশনেত্রীর সুস্থতা এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অপরিহার্য।”
Leave a Reply