নিজস্ব প্রতিবেদক:
উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলা আওয়ামী লীগেরও সদস্য।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উলিপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মতি শিউলি বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তাকে আজ সোমবার বিকেলে আদালতের সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি জিল্লুর রহমান।
Leave a Reply