রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ছাত্রলীগের সাবেক নেতা আব্দুস সালামকে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজারহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”
আব্দুস সালাম রাজারহাট উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। পরে তিনি কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চাকিরপশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয়তা এবং ভূমিকা বরাবরই আলোচনায় থেকেছে।
চেয়ারম্যান আব্দুস সালামের গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। গ্রেফতারের পরবর্তী আইনি কার্যক্রম এবং পরিস্থিতি কী মোড় নেয়, তা নিয়ে সবার নজর এখন রাজারহাটে।
Leave a Reply