বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে উত্তরবেরঙ্গ সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। চব্বিশের জুলাই বিপ্লবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ শহীদ হওয়ার পর থেকে এটি সারাবিশ্বে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের যেকোনো বিপ্লবে নুরুলদীন ও আবু সাঈদের মত সাহসিকতা এবং আত্মত্যাগের মধ্য দিয়েই সারা দেশে বিপ্লব ছড়িয়ে পড়েছে। এই সাহসী বীর যোদ্ধাদের বাসভূমি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে যাবতীয় বিষয় দিক দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক পিছিয়ে। তাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিমার্জিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত স্বনামধন্য কারমাইকেল কলেজের সীমানা থেকে পঞ্চাশ একর খাস জমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে প্রদান করার একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কারমাইকেল কলেজের ক্যাম্পাস সংলগ্ন পঞ্চাশ একর খাস জমি প্রতিবছর পতিত অবস্থায় থাকে এবং কর্তৃপক্ষ এটি লীজ দেয়। কারমাইকেল কলেজের পর্যাপ্ত পরিমাণ জমি থাকলেও কলেজটি বিভিন্ন দিক দিয়ে অনুন্নত। অভ্যন্তরীণ বিষয়গুলো উন্নত করার মাধ্যমে কলেজটিকে আরও সমৃদ্ধ করা যেতে পারে। আর যেহেতু পাশে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় অবস্থিত। আর একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশ হতে শিক্ষার্থীরা আসে লেখাপড়া করার জন্য। তাই একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠান থাকা খুবই জরুরী। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তার পর্যাপ্ত পরিমাণ জমি না থাকার কারণে সবদিক দিয়ে পিছিয়ে।
তাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করে বাংলাদেশের তথা সারা বিশ্বে পরিচিতি লাভ করার জন্য বিশ্ববিদ্যালয় কে কারমাইকেল কলেজের জমি প্রদান করে সাহায্য করা উচিত বলে আমি মনে করি।এতে উত্তরবঙ্গের বাতিঘর খ্যাত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ পুরো উত্তরবঙ্গের মানুষের সমৃদ্ধি নিহিত।
লেখা: শফিকুল ইসলাম–শিক্ষার্থী, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
Leave a Reply