নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় এক গৃহবধূ, তার প্রেমিক এবং তাদের সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি।
আটকরা হলেন ভারতের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মণ্ডলের মেয়ে রেশমা মণ্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২২)।
বিজিবি সূত্রে জানা গেছে, দালালের সহায়তায় সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। প্রেমিক সৌরভ কুমার সাপুইয়ের সঙ্গে নতুন জীবন শুরু করার আশায় রেশমা মণ্ডল বাংলাদেশে আসেন। এ কাজে তাদের সহযোগিতা করেন ইউসুফ আলী।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, “সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক এবং এক বাংলাদেশিকে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে।”
এই ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply