মোঃ ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদক সেবনের দায়ে রায়হান (২২) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত রায়হান যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার পাড়া এলাকার মাহুবর ওরফে গতা ডাক্তারের ছেলে।
অভিযানকালে তাকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, মাদক সমাজে ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। তাই মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
স্থানীয়রা মাদকের বিরুদ্ধে এমন কার্যকর উদ্যোগ গ্রহণ করায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply