এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ আরও বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং ৩১ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ১৪ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৬ জন ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৭, চট্টগ্রাম বিভাগে ৪, খুলনা ও রাজশাহী বিভাগে দুজন করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছরের শুরু থেকে, ১৪ দিনের মধ্যে ৭০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জনই পুরুষ।
এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দেওয়া এবং মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা আবশ্যক।
Leave a Reply