বখতিয়ার নাসিফ,বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখায় কর্মরত নিরাপত্তা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেরোবির সাবেক ভাইস-চ্যান্সেলর এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর লে. কর্ণেল নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
মঙ্গলবার (১৪ জুন) এক শোক বার্তায় প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বেরোবি’র চতুর্থ ভাইস-চ্যান্সেলরের মেয়াদে ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করা নিরাপত্তা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের পিতা মোঃ আব্দুর রউফ মিয়া রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মঙ্গলবার বাদ আসর নামাজে জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরের গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Leave a Reply