রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:তারিখ:
“জ্ঞান -বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্য নিয়ে রাজারহাটে ২দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড/২০২৫ মেলা উপলক্ষ্যে আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।
দেশব্যাপী বিজ্ঞান সচেতনতা সৃস্টি এবং শিশু কিশোর ও তরুণদের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী মনোভাব বিকাশের লক্ষে উপজেলা পর্যায়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান- প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি স্টল অংশ গ্রহন করে। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা,প্রকল্প উপস্থাপন/প্রদর্শন, ৯ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড বিতর্ক প্রতিযোগীতা ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো:সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান,উপজেলা জামায়াতে ইসলামির আমির মাও কফিল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আল মিজান মাহিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়,উপজেলা প্রোগ্রাম অফিসার মো: রেজাউল হক, উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-সহকারি শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#
Leave a Reply