1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুরে জামায়াতের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার রাজারহাটে চরের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা কুড়িগ্রামে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাকিরপশার নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু রাজিবপুরে কৃষকের ৮ বিঘা জমির গম কেটে নেওয়ার অভিযোগ হে বৈশাখ, বিপুল চন্দ্র রায় ইবি সিইরসি’র উদ্যোগে অসহায় শিশুদের ঈদ উপহার বিতরণ রৌমারীতে ১১০ পিস ইয়াবাসহ কারবারি আটক রাজারহাটে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী,উদ্ধারে সেনাবাহিনী   রাজিবপুরে সাংবাদিক ঐক্যের পথ সুগম হচ্ছে

লিটন-তানজিদে অনেক রেকর্ড গড়ে প্রথম জয়ের স্বাদ নিলো ঢাকা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

ততোক্ষণে অর্ধেক গ্যালারি ফাঁকা হয়ে গেছে, অথচ লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নামা দুর্বার রাজশাহীর ইনিংসের পাওয়ার প্লে শেষ হয়েছে সবে। আরও কিছু ওভার পর গ্যালারি প্রায় ফাঁকা হয়ে যায়। ২০ ওভারের ম্যাচে প্রতিপক্ষ যখন আড়াইশর বেশি রান তোলে, আর জবাবে অন্য দল পঞ্চম ওভারের মধ্যেই হারিয়ে বসে চার উইকেট; ম্যাচের হিসাব মেলানোর বাকি থাকে না কিছুই। একপেশে এই ম্যাচ দেখে কী, এটা ভেবে আগেই বাড়ির পথে হাঁটা দেন দর্শকরা। 

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচে এটাই হয়েছে। দুর্বার রাজশাহীর বিশাল হারের প্রত্যক্ষদর্শী হননি অনেকেই। হারতে হারতে ক্লান্ত হয়ে ওঠা ঢাকা আজ দুর্দোণ্ড প্রতাপে প্রতিপক্ষ রাজশাহীকে বিধ্বস্ত করে রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে। টানা ছয় ম্যাচ হারা দলটি আজ ১৪৯ রানের বিশাল ব্যবধানে জিতেছে। রানের ব্যবধানে বিপিএলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। এর আগে সবচেয়ে বড় জয় ছিল ১১৯ রানে।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে রাজশাহীর বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন ম্যাচসেরা লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। সেঞ্চুরি তুলে নেওয়া এই দুই ওপেনারের ব্যাটে এক উইকেটে ২৫৪ রান তোলে ঢাকা ক্যাপিটালস। বিপিএলের ইতিহাসের এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ২৩৯ রান। রান পাহাড় তাড়ায় আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোসাদ্দেক হোসেন সৈকত, ফরনমানউল্লাহদের দারুণ বোলিংয়ের সামনে ১৫.২ ওভারে ১০৫ রানেই অলআউট হয়ে যায় দুর্বার রাজশাহীর ইনিংস।

বিশাল লক্ষ্য তাড়ায় রায়ান বার্ল ছাড়া রাজশাহীর কোনো ব্যাটসম্যানই রানের দেখা পাননি। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার ৩২ বলে ৯টি চারে ৪৭ রান করেন। দলটির আর কেউ ২০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি, রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন চারজন। ইয়াসির আলী রাব্বি ১৭ এবং সাব্বির হোসেন ও সানজামুল ইসলাম ১১ রান করে করেন। ঢাকার আবু জায়েদ, মুকিদুল, মোসাদ্দেক ও ফরমানউল্লাহ ২টি করে উইকেট নেন।

এর আগে লিটন ও তানজিদের ব্যাটে রেকর্ডের মালা গাঁথে ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পাওয়ার দিনে ব্যাটকে তরবারিতে পরিণত করেন লিটন। চোখ ধাাঁধানো ব্যাটিংয়ে চার-ছক্কার ফুলঝুরি সাজিয়ে ডানহাতি এই ব্যাটসম্যান তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার উদ্বোধনী জুটির সঙ্গী তানজিদও পান সেঞ্চুরির স্বাদ। তাদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে রান পাহাড়ে পৌঁছায় ঢাকা।

সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ার দিনে বিপিএল দেখে এক ইনিংসে দুই সেঞ্চুরির রেকর্ড, যা আসরটির ইতিহাসে মাত্র দ্বিতীয় ঘটনা। ২০১৯ বিপিএল রংপুরের হয়ে সেঞ্চুরি করেন অ্যালেক্স হেলস ও রাইলি রুশো। বিপিএলে দ্বিতীয় হলেও বাংলাদেশি ব্যাটসম্যানদের বেলায় এটাই প্রথম ঘটনা, এর আগে টি-টোয়েন্টির কোনো ইনিংসে বাংলাদেশের দুজন ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পাননি।

লিটন-তানজিদের ব্যাটে জুটিরও রেকর্ড হয়েছে। উদ্বোধনী জুটিতে ১১৮ বলে ২৪১ রানের জুটি গড়েন তারা। বিপিএলে প্রথম উইকেটে তো বটেই, আসরটির ইতিহাসে যেকোনো উইকেটেই এটা সর্বোচ্চ রানের জুটি। বিপিএলে এতোদিন সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের দখলে। ২০১৭ বিপিএলে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন তারা।

স্বীকৃতি টি-টোয়েন্টিতে লিটনের আগের সর্বোচ্চ ইনিংস ছিল ৮৫ রানের। আজ সেটা ছাড়িয়ে প্রথমবারের মতো সেঞ্চুরির স্বাদ নিলেন তিনি, নিজেকে বসালেন বিপিএলের রেকর্ড বইয়ে। ৪৪ বলে সেঞ্চুরি ছোঁয়া এই ডানহাতি ৫৫ বলে ১০টি চার ও ৯টি ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসটি বিপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আজ ইনিংস উদ্বোধন করতে নেমে শেষ পর্যন্ত ব্যাটিং করেন লিটন, দলের ইনিংস শেষ করেন ছক্কা মেরে। আগের ম্যাচেও ৭৩ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।

লিটনের সঙ্গে সমান তালে এগিয়ে যাওয়া তানজিদও রাজশাহীর বোলারদের পরীক্ষা নেন। ২৪ বছর বয়সী বাঁহাতি এই ওপেনার ৬৪ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এই ফরম্যাটে এটা তানজিদের দ্বিতীয় সেঞ্চুরি। আগের আসরে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আজ তানজিদের বিদায়ের পর উইকেটে যাওয়া সাব্বির রহমান ২ বলে এক ছক্কায় ৭ রানে অপরাজিত থাকেন। ঢাকার যাওয়া একমাত্র উইকেটটি নেন রাজশাহীর পেসার শফিউল ইসলাম। তাসকিন আহমেদ ছাড়া রাজশাহীর সব বোলারই আজ খরুচে ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!