বিশেষ প্রতিনিধি:
চাঁদাবাজির মামলায় রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা খাদ্য গুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রৌমারী থানার ওসি লৎফর রহমান জানান, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর প্রধান শিক্ষক আব্দুল ওহাব বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, সোমবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।
Leave a Reply